কবি, শিশুসাহিত্যিক ফররুখ আহমদ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি । ফররুখ আহমদ মুসলিম রেনেসাঁর কবি হিসেবে পরিচিত । কারণ, তার কবিতা তৎকালীন বাংলার অধঃপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের সৃষ্টি করে । কবি ফররুখ আহমদ ইসলামি ভাবধারার কবি হলেও তার কবিতা সকল শ্রেনীর মানুষের কাছে ব্যাপক সমাদৃত হয় । তিনি ‘পাখির বাসা’ গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন ।
ফররুখ আহমদের সংক্ষিপ্ত জীবনী
একনজরে
জন্ম | ১০ জুন ১৯১৮ মাঝাইল, শ্রীপুর, মাগুরা, |
পেশা | কবি, সম্পাদক, বেতার শিল্পী |
জাতীয়তা | বাংলাদেশি |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারতীয় (১৯১৮-১৯৪৭) পাকিস্তানি (১৯৪৭-১৯৭১) বাংলাদেশী (১৯৭১-১৯৭৪)
|
উল্লেখযোগ্য রচনাবলি | সাত সাগরের মাঝি সিরাজাম মুনীরা হাতেম তায়ী মুহূর্তের কবিতা
|
উল্লেখযোগ্য পুরস্কার | বাংলা একাডেমি পুরস্কার (১৯৬০), একুশে পদক (১৯৭৭), স্বাধীনতা পদক (১৯৮০)
|
মৃত্যু | ১৯ অক্টোবর ১৯৭৪ (বয়স ৫৬) ঢাকা, বাংলাদেশ |
জন্ম
কবি ফররুখ আহমদ ১৯১৮ সালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে সৈয়দ বংশে জন্মগ্রহন করেন । তার বাবার নাম ছিল সৈয়দ হাতেম আলী । ফররুখ আহমদের মায়ের নাম ছিল রওশন আখতার ।
শিক্ষাজীবন
কবি ফররুখ আহমদ খুলনা জিলা স্কুল থেকে ১৯৩৭ সালে ম্যাট্রিক পাশ করেন । এরপর উচ্চমাধ্যমিকে অধ্যায়নের জন্য কলকাতায় গমন করেন । কলকাতার রিপন কলেজ থেকে ১৯৩৯ সালে আই.এ. পাস করেন । এরপর কলকাতার স্কটিশ চার্চ কলেজে দর্শন এবং ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করেন । কিন্তু পড়া শেষ না করেই কর্মজীবনে প্রবেশ করেন ।
কর্মজীবন
ফররুখ আহমদ ১৯৪৩ সালে কলকাতার আই.জি.প্রিজন অফিসে, ১৯৪৪ সালে সিভিল সাপ্লাইতে এবং ১৯৪৬ সালে জলপাইগুড়িতে একটি ফার্মে চাকরি করেন । ১৯৪৫ সালে তিনি মাসিক মোহাম্মদীর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন । দেশ বিভাগের পর ১৯৪৮ সালে ফররুখ আহমদ কলকাতা থেকে ঢাকায় চলে আসেন, এবং ঢাকা বেতারে যোগ দেন । এখানে তিনি ১৯৭২ সাল পর্যন্ত কর্মরত ছিলেন ।
আরো পড়ুন কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী
সাহিত্যকর্ম
ফররুখ আহমদের প্রধান পরিচয় তিনি ‘কবি’ । তবে সাহিত্যের নানা শাখায় তার বিচারন ছিল । তার রচনায় ধর্মীয় ভাবধারার প্রভাব ছিল । এছাড়া আরবি ও ফারসি শব্দের প্রাচুর্য তার লেখার অন্যতম বৈশিষ্ট্য । ইসলামি ঐতিহ্যের প্রতি ছিল তার অগাধ আস্থা ।
কাব্যগ্রন্থ | সাত সাগরের মাঝি (ডিসেম্বর, ১৯৪৪) সিরাজাম মুনীরা (সেপ্টেম্বর, ১৯৫২) নৌফেল ও হাতেম (জুন, ১৯৬১)-কাব্যনাট্য মুহূর্তের কবিতা (সেপ্টেম্বর, ১৯৬৩) ধোলাই কাব্য (জানুয়ারি, ১৯৬৩) হাতেম তায়ী (মে, ১৯৬৬)-কাহিনীকাব্য নতুন লেখা (১৯৬৯) কাফেলা (অগাস্ট, ১৯৮০) হাবিদা মরুর কাহিনী (সেপ্টেম্বর, ১৯৮১) সিন্দাবাদ (অক্টোবর, ১৯৮৩) দিলরুবা (ফেব্রুয়ারি, ১৯৯৪) |
শিশুতোষ গ্রন্থ | পাখির বাসা (১৯৬৫) হরফের ছড়া (১৯৭০) চাঁদের আসর (১৯৭০) ছড়ার আসর (১৯৭০) ফুলের জলসা (ডিসেম্বর, ১৯৮৫) |
পুরস্কার ও অর্জন
ফররুখ আহমদ ১৯৬০ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। কবি ফররুখ আহমদ ১৯৬৫ সালে প্রেসিডেন্ট পদক ”প্রাইড অব পারফরমেন্ “ লাভ করেন । সেই সাথে ১৯৬৬ সালে অর্জন করেন আদমজী সাহিত্য পুরস্কার ও ইউনেস্কো পুরস্কার । ১৯৭৭ ও ১৯৮০ সালে তাকে যথাক্রমে মরণোত্তর একুশে পদক ও স্বাধীনতা পদক প্রদান করা হয় ।
মৃত্যু
কবি ফররুখ আহমদ ১৯৭৪ সালের ১৯ অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন ।
আরো পড়ুন পল্লী কবি জসীম উদ্দীনের সংক্ষিপ্ত জীবনী