Image default
জীবনী

বেগম সুফিয়া কামালের সংক্ষিপ্ত জীবনী

বেগম সুফিয়া কামালের সংক্ষিপ্ত জীবনী

ভাষা সৈনিক, কবি, বুদ্ধিজীবি, সমাজনেত্রী বেগম সুফিয়া কামাল একাধারে অনেক গুনের অধিকারি ছিলেন । বাংলা সাহিত্য-সাংস্কিৃতিক আন্দোলনে তিনি ছিলেন প্রথম সারির যোদ্ধা । বেগম সুফিায়া কামালের জন্ম, শিক্ষা, সাহিত্যকর্ম এবং অর্জন নিয়ে আলোচনা থাকছে আজকের লেখায় ।

বেগম সুফিয়া কামালের সংক্ষিপ্ত জীবনী

একনজরে
জন্ম২০ জুন ১৯১১
জাতীয়তাবাংলাদেশী
পেশাকবি, লেখিকা
উল্লেখযোগ্য রচনাবলিসাঁঝের মায়া, উদাত্ত পৃথিবী
উল্লেখযোগ্য পুরস্কারবাংলা একাডেমি পুরস্কার (১৯৬২)

একুশে পদক (১৯৭৬)

স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৭)

 

মৃত্যুনভেম্বর ২০, ১৯৯৯ (বয়স ৮৮)
জন্ম

বেগম সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে জন্মগ্রহন করেন । তার পিতার নাম ছিল সৈয়দ আবদুল বারি । মাতার নাম ছিল সৈয়দা সাবেরা খাতুন । বেগম সুফিায়া কামালের পিতা পেশায় আইন ব্যাবসায়ী ছিলেন ।

sufia-kamal-1.jpg
শিল্পীর তুলিতে বেগম সুফিয়া কামাল, ছবি – সংগ্রহীত

 

শিক্ষা

বেগম সুফিয়া কামালের পড়ালেখার সুচনা হয় তার মামার ব্যক্তিগত লাইব্রেরীতে । পারিবারিক এবং সামাজিক প্রতিকুলতা থাকলেও মায়ের উৎসাহে তিনি ব্যক্তিগতভাবে পড়ালেখা চালিয়ে যান। সে সময় মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষার তেমন সুযোগ ছিলনা এবং সুফিয়া কামালের পরিবারে উর্দুভাষার চল ছিল । ঠিক এমন একটি পরিবেশে তার স্বশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠা এবং লেখক- বুদ্ধিজীবি হিসাবে আত্মপ্রকাশ ছিল এক অসাধারণ ব্যাপার । যা হোক বেগম সুফিয়া কামাল কোন প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পেলেও সম্পুর্ণ নিজের চেষ্টায় স্বশিক্ষিত হয়ে ওঠেন ।

বেগম রোকেয়ার সাথে সাক্ষাৎ

বেগম সুফিয়া কামাল ১৯১৮ সালে মায়ের সাথে কলকাতায় যান । সেখানে তার সাথে সাক্ষাৎ হয়েছিল বেগম রোকেয়ার সাথে । বেগম রোকেয়ার সাক্ষাৎ ও আলাপ বেগম সুফিয়া কামালের জীবনে গভীর প্রভাব ফেলে । এক কথায় বেগম রোকেয়ার কাছ থেকে তিনি সাহিত্য চর্চায় উৎসাহ পান ।

পরবর্তীতে সুফিয়া কামাল তাঁর স্বামীর সাথে কলকাতায় গেলে কবি কাজী নজরুল ইসলামের সাথে সাক্ষাৎ হয় । কাজী নজরুল ইসলাম সুফিয়ার কবিতা পড়ে মুগ্ধ হন এবং কবিতাগুলি পত্রিকায় প্রকাশের জন্য উদবুদ্ধ করেন । সুফিয়া কামালের জন্য এটা ছিল অনেক বড় ব্যাপার ।

সুফিয়া কামালের বিয়ে
sufia-kamal-2.jpg
স্বামী কামালউদ্দিন আহমেদের সঙ্গে সুফিয়া কামাল, ছবি – সংগ্রহীত

মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সাথে ১৯২৩ সালে বিয়ে হয় । এ সময় তিনি ‘সুফিয়া এন হোসেন’ নামে পরিচিত হন । সৈয়দ নেহাল হোসেন সুফিয়াকে সমাজ সেবা ও সাহিত্যচর্চায় উৎসাহ দেন । এ সময় তিনি সাহিত্য ও সাময়িক পত্রিকার সাথে সুফিয়ার যোগাযোগ করিয়ে দেন । ১৯৩২ সালে সৈয়দ নেহাল হোসেন মারা যান ।

কয়েক বছর পর আপনজন ও শুভানুধ্যায়ীদের ইচ্ছায় তিনি চট্রগ্রামের লেখক ও অনুবাদক কামাল উদ্দিনের সাথে পুনরায় বিবাহসুত্রে আবদ্ধ হন । সেই থেকে তিনি ‘সুফিয়া কামাল’ নামে পরিচিত হন ।

আরো পড়ুন

বেগম রোকেয়ার সংক্ষিপ্ত জীবনী
সাহিত্য কর্ম

ছোট বেলা থেকেই সুফিয়া কামাল সাহিত্যচর্চা শুরু করেন । ১৯২৬ সালে মাত্র ১৫ বছর বয়সে তার প্রথম কবিতা ‘বাসন্তী’ সেসময়ের প্রভাবশালী সাময়িকী সওগাতে প্রকাশিত হয় । ১৯৩৮ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘সাঁঝের মায়া’ প্রকাশিত হয় । সাঁঝের মায়ার মুখবন্ধ লেখেন কাজী নজরুল ইসলাম । এখন আমরা সুফিয়া কামালের কাব্য, গল্পসহ রচনাবলীর তালিকা তুলে ধরছি ।

কাব্যগ্রন্থ
  • সাঁঝের মায়া (১৯৩৮)
  • মায়া কাজল (১৯৫১)
  • মন ও জীবন (১৯৫৭)
  • প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮)
  • উদাত্ত পৃথিবী (১৯৬৪)
  • দিওয়ান (১৯৬৬)
  • অভিযাত্রিক (১৯৬৯)
  • মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০)
  • মোর জাদুদের সমাধি পরে (১৯৭২)
গল্প
  • কেয়ার কাঁটা (১৯৩৭)
ভ্রমনকহিনী
  • সোভিয়েতে দিনগুলি (১৯৬৮)
স্মৃতিকথা
  • একাত্তরের ডায়েরি (১৯৮৯)
আত্মজীবনীমূলক রচনা
  • একালে আমাদের কাল (১৯৮৮)
শিশুতোষ
  • ইতল বিতল (১৯৬৫)
  • নওল কিশোরের দরবারে (১৯৮১)
অনুবাদ
  • সাঁঝের মায়া – বলশেভনী সুমের্কী (রুশ) (১৯৮৪)
পুরস্কার

বেগম সুফিয়া কামাল অর্ধশতাধিক পুরস্কার অর্জন করেন । এর মাঝে কয়েকটি তুলে ধরা হলো :

  • পাকিস্থান সরকারের তমঘা-ই-ইমতিয়াজ (১৯৬১)
  • বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২)
  • সোভিয়েত লেলিন পদক (১৯৭০)
  • একুশে পদক (১৯৭৬)
  • নাসিরউদ্দিন স্বর্ণপদক (১৯৭৭)
  • জাতীয় কবিতা পরিষদ পুরস্কার (১৯৯৫)
  • বেগম রোকেয়া পদক (১৯৯৬)
  • দেশবন্ধু সি আর দাস গোল্ড মেডেল (১৯৯৬)
  • স্বাধীনতা পুরস্কার (১৯৯৭)
মৃত্যু

বেগম সুফিয়া কামাল ৮৮ বছর বয়সে, ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় ইন্তেকাল করেন ।

আরো পড়ুন

শহীদুল্লা কায়সারের সংক্ষিপ্ত জীবনী

Related posts

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংক্ষিপ্ত জীবনী

jibondharaa

স্বামী বিবেকানন্দ এর জীবনী

jibondharaa

আলফ্রেড নোবেল এর জীবনী

jibondharaa

Leave a Comment