Image default
জীবনী

পল্লী কবি জসীম উদ্দীনের সংক্ষিপ্ত জীবনী

পল্লী কবি জসীম উদ্দীনের সংক্ষিপ্ত জীবনী

”দূরাগত রাখালের বংশী ধ্বনীর মতো তোমার কবিতা পড়ে আমি কেঁদেছি” পল্লী কবি জসীম উদ্দীনের ‘কবর’ কবিতা সম্পর্কে উক্তিটি করেছেন – ড. দীনেশ চন্দ্র সেন । ’কবর’ কবিতাসহ অসংখ্য অসাধারণ কাব্য রচয়িতার জনক, মাটি ও মানুষের কবি, যিনি তার লেখায় গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে আনতেন এবং ”পল্লী কবি” উপাধিতে ভূষিত হয়েছিলেন । আমরা আজকে সেই কবি ”কবি জসীম উদ্দীনের জীবনী সম্পর্কে জানার চেষ্টা করবো ।

পল্লী কবি জসীম উদ্দীনের সংক্ষিপ্ত জীবনীি

একনজরে
জন্ম১ জানুয়ারি ১৯০৩
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাবাংলা ভাষা ও সাহিত্য
শিক্ষা প্রতিষ্ঠানকলকাতা বিশ্ববিদ্যালয়
পেশাকবি
উল্লেখযোগ্য রচনাবলিনকশী কাঁথার মাঠ

সোজন বাদিয়ার ঘাট

উল্লেখযোগ্য পুরস্কারএকুশে পদক, স্বাধীনতা পুরস্কার
মৃত্যু১৪ মার্চ ১৯৭৬ (বয়স ৭৩)
জন্ম

১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবি জসীম উদ্দীন জন্মগ্রহন করেন । তার বাবার নাম ছিল আনসার উদ্দীন মোল্লা এবং মায়ের নাম ছিল আমিনা খাতুন ।

শিক্ষাজীবন
josim-uddin-2.jpg
যুবক বয়সে জসীম উদ্দিন, ছবি – সংগহীত

কবি জসীম উদ্দীন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল এবং পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুলে পড়ালেখা করেন । তিনি এখান থেকে ১৯২১ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন । এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে ১৯২৯ সালে বি. এ. এবং ১৯৩১ সালে এম. এ. শেষ করেন ।

কর্মজীবন

১৯৩৩ সনে তিনি ড. দীনেম চন্দ্র সেনের অধীনে “ রামতুন লাহিড়ী” গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন এবং ১৯৩৭ সাল পর্যন্ত সেখানে কাজ করেন ।

এরপর ১৯৩৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা প্রভাষক হিসেবে যোগদান করেন । সেখানে তিনি ৫ বছর কর্মরত ছিলেন ।

১৯৪৪ সালে তিনি পূর্বপাকিস্থান সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসেবে যোগদান করেন । অবসর গ্রহনের আগ পর্যন্ত তিনি সেখানে ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন । তিনি ১৯৬২ সালে অবসর গ্রহন করেন ।

আরো পড়ুন

ফররুখ আহমদের সংক্ষিপ্ত জীবনী

 

কবি জসীম উদ্দীনের সাহিত্যকর্ম

অল্প বয়স থেকেই কবি জসীম উদ্দীন লেখালেখি শুরু করেন । কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় তিনি বিখ্যাত ‘কবর’ কবিতাটি রচনা করেন । এবং তার ছাত্র থাকা অবস্থাতেই কবিতাটি প্রবেশিকার বাংলা পাঠ্য বইয়ে স্থান পায় । নিচে কবি জসীম উদ্দীনের সাহিত্যকর্ম তুলে ধরা হলো –

কাব্যগ্রন্থ

১ । রাখালী (১৯২৭)  ২। নকশী কাঁথার মাঠ (১৯২৯)  ৩ ।  বালুচর (১৯৩০)  ৪ । ধানখেত (১৯৩৩)  ৫ । সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪)  ৬ । হাসু (১৯৩৮)  ৭ । রুপবতি (১৯৪৬)  ৮ । মাটির কান্না (১৯৫১)  ৯ । এক পয়সার বাঁশী (১৯৫৬)  ১০ । সখিনা (১৯৫৯)  ১১ । সুচয়নী (১৯৬১)  ১২ । ভয়াবহ সেই দিনগুলিতে (১৯৬২)  ১৩ । মা যে জননী কান্দে (১৯৬৩)  ১৪ । হলুদ বরণী (১৯৬৬)  ১৫ । জলে লেখন (১৯৬৯)  ১৬ । পদ্মা নদীর দেশে (১৯৬৯)  ১৭ । কাফনের মিছিল (১৯৭৮) মহরম দুমুখো চাঁদ পাহড়ি (১৯৮৭)

নাটক

১ । পদ্মাপার (১৯৫০)  ২ । বেদের মেয়ে (১৯৫১) ৩ । মধুমালা (১৯৫১)  ৪ । পল্লীবধূ (১৯৫৬)  ৫ । গ্রামের মেয়ে (১৯৫৯)  ৬ । ওগো পুস্পধনু (১৯৬৮)  ৭ । আসমান সিংহ ( ১৯৮৬)

উপন্যাস

বোবা কাহিনী (১৯৬৪) এটি তার একমাত্র উপন্যাস ।

আত্মকথা

১ । যাদের দেখেছি (১৯৫১)  ২ ।ঠাকুর বাড়ির আঙ্গিনায় (১৯৬১)  ৩ ।জীবন কথা (১৯৬৪)  ৪ । স্মৃতিপট (১৯৬৪)  ৫ । স্মরণের সরণী বাহি (১৯৭৮)

ভ্রমণ কাহিনী

১ । চলে মুসাফির (১৯৫২)  ২ । হলদে পরির দেশে (১৯৬৭)  ৩ । যে দেশে মানুষ বড়  (১৯৬৮)  ৪ । জার্মানীর শহরে বন্দরে (১৯৭৫)

সঙ্গীত

১ । রঙিলা নায়ের মাঝি (১৯৩৫)  ২ । গাঙের পাড় (১৯৬৪)  ৩ । জারি গান (১৯৬৮)  ৪ । মুর্শিদী গান (১৯৭৭)

অন্যান্য

১ । বাঙালির হাসির গল্প ১ম খন্ড (১৯৬০)  ২ । বাঙালির হাসির গল্প ২য় খন্ড (১৯৬৪)  ৩। ডালিমকুমার (১৯৮৬)

কবি জসীম উদ্দীনের কয়েকটি জনপ্রিয় গানের শিরোনাম-
  • আমার সোনার ময়না পাখি……
  • আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে……
  • আমায় এত রাতে কেন ডাক দিলি……
  • প্রাণো সখি রে ঐ শোন কদম্ব তলে……
  • আমার হার কালা করলাম রে…….
  • নদীর কূল নাই কিনার নাই…….
  • আমারে ছাড়িয়া বন্ধু কই গেলা রে……
  • নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা……
  • বাঁশরি আমার হারাই গিয়াছে…….
  • আমার বন্ধু বিনোদিয়ারে, প্রাণ বিনোদিয়া…… ইত্যাদি ।
পুরস্কার
  • প্রেসিডেন্টস এওয়ার্ড ফর প্রাইড অফ পারফরমেন্স (১৯৫৯)
  • রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেটারস ডিগ্রি লাভ (১৯৬৯)
  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭৪) কবি প্রত্যাখান করেন ।
  • একুশে পদক (১৯৭৬)
  • স্বাধীনতা পুরস্কার (১৯৭৮, মরণোত্তর)
josim-uddin-3.jpg
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকা কালিন জসীম উদ্দিন, ছবি – সংগহীত
মৃত্যু

কবি জসীম উদ্দীন ১৯৭৬ সালের ১৪ই মার্চ মাসে ঢাকায় ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর । কবির শেষ ইচ্ছা অনুযায়ী ফরিদপুরের আম্বিকাপুর গ্রামে তার দাদির কবরের পাশে দাফন করা হয় ।

আরো পড়ুন

কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী

Related posts

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংক্ষিপ্ত জীবনী

jibondharaa

উইলিয়াম শেকসপিয়ারের জীবনী

jibondharaa

ঘড়ি আবিষ্কার কে করেন ।। ঘড়ি আবিষ্কারের ইতিহাস

jibondharaa

Leave a Comment