ছোট গল্পের জনক , প্রথম বাঙ্গালী নোবেল জয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য কর্মের দ্বারা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙ্গালীর মনে আসন গেড়ে রয়েছেন । আজ আমরা সংক্ষিপ্তভাবে তার জীবনী নিয়ে আলোচনা করবো ।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী
একনজরে
নাম | রবীন্দ্রনাথ ঠাকুর ( Rabindranath Tagore ) |
জন্ম | ৭ই মে ১৮৬১ , জোড়াসাঁকো ঠাকুরবাড়ি , কোলকাতা । |
পিতা – মাতা | দেবেন্দ্রনাথ ঠাকুর সারদাসুন্দরী দেবী |
ছদ্দনাম | ভানুসিংহ |
স্ত্রী | মৃণালিনী দেবী |
পেশা | কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, গল্পকার, চিত্রশিল্পী |
উল্লেখযোগ্য রচনাবলী | গীতাঞ্জলী, রবীন্দ্র রচনাবলী, গোরা, সোনার তরী, ঘরে বাইরে |
উল্লেখযোগ্য পুরস্কার | নোবেল পুরস্কার ( ১৯১৩ ) |
মৃত্যু | ৭ই আগস্ট ১৯৪১ |
মৃত্যুস্থান | জোড়াসাঁকো ঠাকুরবাড়ি |
রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবকাল
জমিদার পরিবারের সন্তান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর । অভিজ্ঞ পরিচারকরা তার লালন পালনের দায়িত্বে নিয়োজিত ছিলেন । স্কুলের প্রথাগত শিক্ষা তার পছন্দ ছিলনা, তাই তার জন্য বেশ কয়েকজন গৃহশিক্ষকের ব্যাবস্থা করা হয় ।
শৈশবে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্ম্যাল স্কুল, বেঙ্গল অ্যাকাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুাদন করে পড়াশোনা করলেও তার মূল শিক্ষা অর্জিত হয়েছিল গৃহশিক্ষকের দ্বারা ।
রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম
রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সকল বিভাগেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন । সাহিত্যে তার অবদান নিয়ে আলোচনা হবে এখানে ।
উপন্যাস :
রবীন্দ্রনাথ ঠাকুর মোট ১৩ টি উপন্যাস রচনা করেছিলেন । এগুলো হল : ১. বৌ – ঠাকুরাণীর হাট (১৮৮৩) ২. রাজর্ষি (১৮৮৭) ৩. চোখের বালি (১৯০৩) ৪. নৌকাডুবি (১৯০৬) ৫. প্রজাপতির নির্বন্ধ (১৯০৮) ৬. গোরা (১৯১০) ৭. ঘরে বাইরে (১৯১৬) ৮. চতুরঙ্গ (১৯১৬) ৯. যোগাযোগ (১৯২৯) ১০. শেষের কবিতা (১৯২৯) ১১. দুই বোন (১৯৩৩) ১২. মালঞ্চ (১৯৩৪) ১৩. চার অধ্যায় (১৯৩৪)
প্রথম উপন্যাস : বৌ – ঠাকুরাণীর হাট
ঐতিহাসিক উপন্যাস : বৌ – ঠাকুরাণীর হাট ও রাজর্ষি
আরো পড়ুন কাজী নজরুল ইসলামের জীবনী
কাব্যগ্রন্থ
তিনি বেশ কয়েকটি কাব্যগ্রন্থ রচনা করেছেন । তার জন্য উল্লেখ যোগ্য হলো :
১. গীতাঞ্জলী ২. ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৩. মানসী ৪. সোনার তরী ৫. সঞ্চয়িতা ৬. পুনশ্চ ৭. খেয়া ৮. নৈবেদ্য ৯. পত্রপুট ১০. ক্ষণিকা
ছোট গল্প
রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট গল্পের জনক বলা হয় । কিশোর বয়স থেকেই তিনি ছোট গল্প লিখতে শরু করেন । রবীন্দ্রনাথ ঠাকুররের প্রথম ছোট গল্পটি হচ্ছে ‘ভিখারিণী’ । তার উল্লেখযোগ্য ছোট গল্পগুলি হলো – ভিখারিণী , ক্ষুধিত পাষাণ , গল্পগুচ্ছ , নষ্টনীড় , কাবুলিওয়ালা , দেনা পাওনা , মেঘ ও রৌদ্র , স্ত্রীর পত্র , সুভা , জীবত ও মৃত , ল্যাবরেটরি , রবিবার , মুসলমানীর গল্প
প্রথম ছোট গল্প : ভিখারিণী
ভিখারিণী প্রকাশিত হয় : ভারতী পত্রিকায় ১৮৭৭ সালে
সঙ্গীতজ্ঞ হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর
সঙ্গীতের জগতেও রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত জনপ্রিয় ছিলেন । ”রবীন্দ্র সঙ্গীত” নামে নিজস্ব একটি ধারা তৈরী হয়েছে তার লেখা সঙ্গীত দিয়ে ।
ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গন মন’ তার লেখা । সেই সাথে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ”আমার সোনার বাংলা” ও তার লেখা ।
রবীন্দ্রনাথের পুরষ্কর এবং অর্জনসমূহ
- ১৯৪০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে সাহিত্যের উপর সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে । শান্তিনিকেতনে আয়োজিত এক বিশেষ অনষ্ঠানে তাকে “ডক্টরেট অব লিটারেচার” প্রদান করে ।
- গীতাঞ্জলী ইংরেজিতে অনুবাদ হওয়ার পরে সেটি ইউরোপের দেশগুলোতে খুবই জনপ্রিয়তা লাভ করে । আর সে কারণে ১৯১৩ সালে তাকে সাহিত্যে নোবেল পুরষ্কার প্রদান করা হয় ।
- ১৯১৫ সালে তৎকালিন ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি প্রদান করে । কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের ঘটনার পর তিনি নাইট উপাধি ত্যাগ করেন ।
- ৭ই মে ১৯৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে, ভারতীয় ডাক বিভাগ তার ছবি দেওয়া ডাক টিকেট প্রকাশ করে ।
মৃত্যু
রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য জগতের এক উজ্জল নক্ষত্য । মানুষ্য সভ্যতার এই সম্পদ ১৯৪১ সালের ৭ই আগস্ট জোড়াসাঁকোর নিজ বাসভবনে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
আরো পড়ুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংক্ষিপ্ত জীবনী