Image default
স্বাস্থ্য

থাইরয়েড কি ? থাইরয়েড সমস্যা কত প্রকার ও কি কি ।

থাইরয়েড কি ? থাইরয়েড সমস্যা কত প্রকার ও কি  কি ।

থাইরয়েড  একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি যা আমাদের গলার সামনের দিকে অবস্থিত । এটি দেখতে অনেকটা প্রজাপতির মতো । এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন মানুষের বৃদ্ধি , বিকাশ ও  বিপাকীয় নানা ক্রিয়া সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন আমাদের বিভিন্ন শারীরিক ও মানসিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে । বর্তমান বিশ্বে থাইরয়েড গ্রন্থির নানা সমস্যা অন্যতম হরমোনজনিত সমস্যা হিসেবে বিবেচিত ।

থাইরয়েড সমস্যা কত প্রকারের ?

১ । হাইপোথাইরয়ডিজম :

মানুষের শরীরে প্রয়োজনের তুলনায় কম পরিমাণে হরমোন নিঃসৃত  হলে তাকে হাইপোথাইরয়ডিজম ( Hypothyroidism) বলে । অনেক সময় এর লক্ষণ তেমন চোখে পড়েনা , তাই অনেকে বুঝতেই পারেন না তিনি হাইপোথাইরয়ডিজম এ আক্রান্ত ।

হাইপোথাইরয়ডিজম এর ক্ষেত্রে সাধারণত যে লক্ষণগুলো দেখা যায় :

 

  • ত্বক শুষ্ক হয়ে যাওয়া ।
  • শরীরে শীত শীত অনুভব হওয়া ।
  • অবসাদ বা ক্লান্তিতে ভোগা ।
  • বারবার মনোযোগ বিচ্ছিন্ন হওয়া ।
  • বিষণ্ণতায় ভোগা ।
  • শরীরের পেশী ও জয়েন্ট গুলোতে দূর্বলতা অনুভব করা ।
  • কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভোগা ।
২ । হাইপারথাইরয়ডিজম :

থাইরয়েড গ্রন্থি যদি প্রয়োজনের তুলনায় বেশী হরমোন উৎপাদন করে তবে তাকে হাইপারথাইরয়ডিজম (Hyperthyroidism) বলে ।

হাইপারথাইরয়ডিজম এর লক্ষণগুলো নিম্নরুপ :

thairoed5.jpg
থাইরয়েড গ্রন্থি , ছবি-সংগ্রহীত
  • ওজন কমে যাওয়া ।
  • অস্থিরতা বেড়ে যাওয়া ।
  • ঠিকমত ঘুম না হওয়া ।
  • গরম সহ্য না হওয়া ।
  • শরীর অতিরিক্ত ঘামানো ।
  • ত্বক পাতলা হয়ে যাওয়া ।
  • হজমে সমস্যা হওয়া ।
  • চুল দুর্বল ও ভঙ্গুর হয়ে যাওয়া ।
৩ । গলগন্ড বা গয়েটার :

থাইরয়েড হরমোন তৈরীর জন্য আয়োডিনের প্রয়োজন হয় । শরীরে আয়োডিনের ঘাটতি থাকলে গ্রন্থটি ঠিকভাবে হরমোন তৈরী করতে পারেনা । একদিকে থাইরয়েডের হরমোন নিঃসরণের চেষ্টা অপরদিকে শরীরে আয়োডনের ঘাটতি ফলস্বরুপ এটি নিজে বড় হয়ে যায় । এবং একটি সময় এটি তার স্বাভাবীক ক্ষমতা হরিয়ে ফেলে ।

এই যে আয়োডিনের ঘাটতি জনিত কারণে থাইরয়েড ফুলে যাওয়া ! এটাকে বলে গলগন্ড বা গয়েটার (Goiter) । তবে লবণের সাথে আয়োডিন গ্রহণের ফলে বর্তমানে এই রোগ অনেকাংশে কমে গেছে ।

thairoed7.jpg

আরো পড়ুন

ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ সমূহ, ঝুঁকি বেশি যাদের
৪ । নডিউল :

থাইরয়েড গ্রন্থিতে টিউমার হতে পারে । অনেক সময় ছোট বড় বিভিন্ন সাইজের এক বা একাধিক টিউমার হতে পারে থাইরয়েডে । এই থাইরয়েডের টিউমারকে নডিউল (Nodule) বলে ।

এই টিউমারের সঠিক চিকিৎসা না করালে এটি ক্যান্সার পর্যন্ত গড়াতে পারে । যাকে বলা হয় থাইরয়েড ক্যান্সার ।

৫ । থাইরয়েড ক্যান্সার :

অনেক সময় থাইরয়েড গ্রন্থির কোষগুলি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে  টিউমারের সৃষ্টি  হয় । এই টিউমারের সঠিক চিকিৎসা  না  করলে এটি এক সময় ক্যান্সারে রুপ নেয় । যেটাকে থাইরয়েড ক্যান্সার বলে ।

আরো পড়ুন

থাইরয়েড ক্যান্সার কত প্রকার । এর লক্ষণ ও চিকিৎসা ।

হাইপো – থাইরয়েড কি : লক্ষণ ও চিকিৎসা ।

হাইপার-থাইরয়েড : লক্ষণ ও চিকিৎসা

Related posts

ম্যালেরিয়া কি ? ম্যালেরিয়ার লক্ষণ এবং চিকিৎসা

jibondharaa

কোন কোন খাবারে আয়রন পাওয়া যায় : শরীরে আয়রনের প্রয়োজনীয়তা

jibondharaa

ওজন কমানোর কিছু ঘরোয়া উপায়

jibondharaa

Leave a Comment